ঢাকা: বাংলাদেশের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নীতিভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করতে এ ঋণ দিচ্ছে তারা। আজ বুধবার (১১ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এডিবি। প্রতিবেদনে তারা জানিয়েছে, এই ঋণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, স্বচ্ছতা ও সুশাসনব্যবস্থা এগিয়ে নিতে ব্যবহার করা যাবে। এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এডিবি এই ঋণের মাধ্যমে পাশে আছে। জানা গেছে, আইএমএফ, বিশ্বব্যাংক ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় তৈরি এই ঋণ কর্মসূচিতে কর ব্যবস্থার ডিজিটাইজেশন, ট্যাক্স ইনসেনটিভের যৌক্তিককরণ এবং করদাতাদের মনোবল বাড়ানোর উদ্যোগ অন্তর্ভুক্ত। পাশাপাশি এ ঋণের মাধ্যমে ব্যাবসায়িক আইন, বিদেশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া উন্নত করা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা উন্নত করা হবে।
Discussion about this post