বিশেষ প্রতিবেদন:বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে এবং তাদের দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে।রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ শিকার করছিল। ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জন জেলেকে এসময় আটক করা হয়। ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, যার মধ্যে প্রচুর ইলিশও ছিল, প্রায় ১০০ মণ (প্রায় ৩,৭৩২ কেজি) জব্দ করা হয়েছে।মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম নৌবাহিনী কর্তৃক অবৈধ অনুপ্রবেশ এবং মাছ শিকারের দায়ে ট্রলার ও জেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাছ মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে মোংলায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Discussion about this post