বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৭)। বুধবার (৩১ আগস্ট) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব ৭। এ ঘটনায় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন চাম্বল ইউনিয়নের সোনারখীল এলাকার মৌলভী নুরুল হুদার পুত্র। নূরুল আবছার বলেন, বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে।
Discussion about this post