বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাড়িতে বড় অঘটন। চরম বিপদে নায়িকা। হঠাৎই তার বাড়ি থেকে নিঁখোজ দুই কিশোরী। দীর্ঘ সময় ধরে খুঁজে না পেয়ে শেষমেষ থানায় এফআইআর করেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অঙ্কিতার বাড়ির গৃহকর্মী কান্তার কন্যা সালোনি ও তার বান্ধবী নেহাকে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই কিশোরীকে দ্রুত খুঁজে পেতে থানায় এফআইআর দায়ের করেন অঙ্কিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ দুই কিশোরীর ছবি পোস্ট করে তাদের খুঁজে পাওয়ার আকুতিও জানান। রোববার (৩ আগস্ট) ইনস্টাগ্রামে নিঁখোজ দুই কিশোরীর ছবি আপলোড করে লেখেন, খুব জরুরি দরকার। আমাদের গৃহসহায়িকা কান্তার কন্যা সালোনি এবং ওর বন্ধু নেহা গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। শেষ ওদের দেখা গিয়েছে ভাকোলা এলাকায়। মালবনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু ওদের কোনও খবরাখবর এখনও পাওয়া যায়নি। বেশ উদ্বিগ্ন হয়ে অঙ্কিতা লেখেন, ওরা শুধু আমার বাড়ির অংশ নয়। ওরা আমার পরিবারের অংশ। আমরা খুবই উদ্বিগ্ন। সকলকে এবং বিশেষ করে মুম্বই পুলিশকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার। দয়া করে সকলে খবরটি ছড়িয়ে দিন। ওরা যাতে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, তার জন্য প্রাণপণ চেষ্টা করুন সকলে। কেউ কিছু দেখতে পেলে বা জানতে পারলে দ্রুত যোগাযোগ করুন এবং কাছের থানায় জানান। আপনাদের প্রার্থনা সত্যিই আমাদের প্রয়োজন।
Discussion about this post