ঢাকা: বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, কেউ কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার (২৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন বানিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট রয়েছে। সরকার গঠনের পর এখন পর্যন্ত বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। চিনি ও তেলের দাম এবং সরবরাহ স্থিতিশীল আছে। টিসিবিকে অনেক শক্তিশালী করা হয়েছে। তিনি আরও বলেন, পেয়াঁজ, ডালের মতো নিত্যপণ্য আমদানিতে ভারত এবং মিয়ানমারের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। টিসিবির মাধ্যমে এই চুক্তি হবে। তিনি বলেন, আমরা বাজারে সাপ্লাই চেইন ঠিক রাখতে চেষ্টা করি, যাতে এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠির নিয়ন্ত্রণে চলে না যায়। এসময় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বোতলজাত পানির দাম বৃদ্ধির বিষয়টি জানেন না তিনি।
Discussion about this post