বর্তমান সময়ের তরুন অভিনেতা এনামুল হক বনি। ছোট বেলা থেকে নাটকের প্রতি ভালোবাসা ছিলো তার। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মঞ্চ নাটকে নিয়মিত ছিলো। এরপরে পড়াশুনা, ক্যারিয়ার এবং পরিবারের ব্যাস্ততা কাটিয়ে উঠে, এখন পূনরায় নাটকে অভিনয়ে মনোযোগী এনামুল হক বনি।
অভিনয়ের প্রতি দুর্বলতা থেকেই পূনরায় পরিচালক এস.আই.সোহেল এর হাত ধরে বৈশাখি টেলিভিশনের ৭ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় এর মাধ্যমে এখন রেগুলার অভিনয়ের সাথে যুক্ত আছেন বলে জানিয়েছেন বনি।
বর্তমানে বিভিন্ন পরিচালকের সাথে কাজ নিয়ে ব্যাস্ত বনি। তারমধ্যে এস.আই. সোহেল এর ৭ টি নাটকে অভিনয় করছেন। এছাড়া দিপ্ত টিভির “দেনাপাওনা ” ধারাবাহিক নাটকে অডিশনের মাধ্যমে অভিনয়ের জায়গা বেশ পাকাপোক্ত করছেন এই অভিনেতা । মিউজিক্যাল ফিল্ম, শর্ট ফিল্ম , টিভিসির মাধ্যমে পুরোদমে ব্যাস্ত এই অভিনেতা।
বনি জানায়, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম স্যারদের মতো অভিনেতা হবার ইচ্ছে । তবে, নতুন হিসেবে সুযোগ পেলে নিজেকে প্রমান করে দেখাবে এই অভিনেতা।
Discussion about this post