বিনোদন ডেস্ক: বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ শুক্রবার দুপুর দুই টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিডনি জনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে গিয়েছিল গত বছরের ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আবৃত্তি শিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন।
Discussion about this post