স্টাফ রিপোর্টার(বরিশালে): বরিশালে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এবিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরতর অবস্থায় একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো পথে তিনিও মারা গেছেন। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী ছিলেন। ভ্যানগাড়িকে চাপা দেওয়া বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
Discussion about this post