বরিশাল প্রতিনিধি: নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে খোলা সয়াবিন তেল বিক্রির দায়ে বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। একইসময় পুরনো দামে ক্রয় করে মজুদ করে রাখা খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা লিটার দরে ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেকটা কম দামে তেল পাওয়ায় ক্রেতারা সয়াবিন তেল কিনতে হুমড়ি খেয়ে পরেন। বুধবার দিবাগত রাতে জেলা প্রসাশনের মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার উপস্থিতিতে বুধবার দিনভর নগরীর বাজার রোড, হাটখোলা এবং পিঁয়াজপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স পুলিন বিহারী ঘোষ স্টোরকে ৪০ হাজার টাকা, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং মেসার্স নিউ রায় অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে হাটখোলা এলাকায় পুরনো দামে কেনা তিন ড্রাম তেল প্রতি লিটার ১৩৬ টাকা দরে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
Discussion about this post