বরিশাল প্রতিনিধি: খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ আজ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকার। স্থানীয় ফায়ার স্টেশনের টিম লিডার শাহাদাত হোসেন জানান, শুক্রবার সকালে ওই গ্রামের মোহর লাল সাহা (৭৫) বাড়ির পাশ্ববর্তী গৌরনদী-ধামুড়া খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশী চালিয়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। মোহর লাল সাহা ওই গ্রামের মৃত নিত্যানন্দ সাহার ছেলে এবং গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
Discussion about this post