স্টাফ রিপোর্টার(বরিশাল): বরিশালের বিভিন্ন উপজেলা ও শহরজুড়ে মঙ্গলবার রাতভর ছিল ডাকাত আতঙ্ক। জেলা প্রশাসন বলছে, পুলিশের টহল জোরদার থাকলেও আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে। বরিশালের কোথাও ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। বরিশাল সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকায় ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়েছে। এসব এলাকার মসজিদের মাইক ব্যবহার করে এবং দলে দলে বিভক্ত হয়ে এলাকাবাসী সবাইকে সতর্ক করছেন বলে খবর পাওয়া গেছে। এতে করে পুরো নগরী ও জেলার উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিতে এমন মাইকিং করা হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডাকাতের খবর ছড়িয়ে পড়লে রাতভর বরিশাল জেলা ও মহানগরজুড়ে আতঙ্ক বিরাজ করে। খোঁজখবর নিয়ে জানা যায়, উজিরপুর, বানারীপাড়ার কিছু অংশ ও বরিশাল সদর উপজেলারও কিছু অংশে এমন মাইকিং করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রচার চালিয়েছেন। যদিও মাইকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন পয়েন্টে বাড়তি তল্লাশি চৌকি বসায় পুলিশ। এছাড়া বিভিন্ন এলাকায়ও টহল জোরদার করা হয়েছে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। তবে একযোগে পুরো নগরীতে মাইকিংয়ের বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা। অনেকেই এটাকে গুজব বলে আখ্যায়িত করেছে।
Discussion about this post