ঢাকা: বন্যাকবলিত এলাকায় সব স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) এ কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এ্যান্টি-ভেনামসহ অন্যান্য জরুরি ঔষধ মজুত আছে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে বন্যাবিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে (মোবাইল নং ০১৭৫৯১১৪৪৮৮)। এর মাধ্যমে দেশের সব স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে।
Discussion about this post