টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের স্ত্রী জান্নাত আরা (২৫) নামে এক নারী খুন হয়েছেন। নিহত নারী দুই সন্তানের জননী। তিনি ওই এলাকার ইসমাইল প্রকাশ মিরকিসের স্ত্রী। নিহতের স্বামী একজন টমটম চালক। বুধবার (২ এপ্রিল) সকালে কথা কাটাকাটির জেরে খারাংখালী পূর্ব মহেশ খালীয়াপাড়ার ইব্রাহীম (৩০) প্রকাশ লুতার ছুরির আঘাতে খুন হন। স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে একটি রশিতে কাপড় শুকিয়ে দেওয়া নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ইব্রাহীমের কথা কাটাকাটি হয়। পরে খুনি ইব্রাহীম তাৎক্ষণিক ছুরির আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। জান্নাত আরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আরও জানান, খুনি ইব্রাহীম একজন মাদক সেবনকারী। তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।হোয়াইক্যং ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলম জানান, আমার এলাকায় খুনের ঘটনাটি ঘটেছে। যে ইব্রাহীম নামের যুবক জান্নাত আরাকে খুন করেছে সে প্রকৃত একজন মাদক সেবক। আমি তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। হোয়াইক্যং পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুজাহেরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের সুরতাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Discussion about this post