হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে ধানের জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম কালিযারভাঙ্গা গ্রামের মো. জমিরুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শফিকুল বাড়ির পাশে চরগাঁও হাওরে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি জমিতে পড়ে যান। পরে শফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শাহিন দেলওয়ার জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি, ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা হয়েছে।
Discussion about this post