স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক লিমিটেড এ পরিচালনা পর্ষদে জিয়াউল হাসান সিদ্দিকী চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে যোগদানপূর্বক এবং সদ্য যোগদানকৃত সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনা করে বঙ্গবন্ধুর মাজারে দরুদ পাঠ ও মোনাজাত করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, কোম্পানি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র, ডিজিএম মোঃ আরশাদ হোসেনসহ ফরিদপুর, গোপালগঞ্জ অঞ্চলের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post