স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে জার্মানি। প্রতিযোগিতার মেগা ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলেও পেনাল্টি শুট আউটে ফরাসিদের হারিয়ে দেয় জার্মান কিশোররা। শনিবার (২ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তার স্তাদিয়ন মানাহানে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে জার্মানি। ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে জার্মানি অনূধ্বং-১৭ দল। বারবার ফ্রান্সের ডিফেন্স লাইনে আক্রমণ শানায় জার্মান কিশোররা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ব্রুনার। বিরতি থেকে ফিরে আরও একবার এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় তারা। এবার স্কোরবোর্ডে নাম তোলেন দার্ভিচ। ২ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই লড়াইয়ে ফেরে ফরাসি কিশোররা। ৫৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন বাওব্রি। জার্মান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। এরই মধ্যে ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইনার্স ওসায়ি। ম্যাচের শেষ সময়ে গিয়ে ফ্রান্সকে ম্যাচের সমতায় ফেরান আমাগৌ।
Discussion about this post