ঢাকা: নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কেউ কেউ। তবে ফাটলের চেষ্টা সফল হবে না। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছি। এই আন্দোলনকে বিভক্ত করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। আলোচনা শেষে নবনির্বাচিত এবি পার্টির নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি আরও দৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিন বছরের জন্য নির্বাচিত এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে পরিচয় করিয়ে দেয়া হয়। তাদের শুভেচ্ছা জানান রাজপথের আন্দোলনের শরিকরা।
Discussion about this post