মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে এবাদত মুন্সী (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্তবার দুপুরে ময়নাতদন্ত শেষে উপজেলার কবিরাজপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহতের বাবা আবু জালাল মুন্সি জানান, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এবাদত মুন্সীর সঙ্গে কাঁচাবালী গ্রামের রাকিব মীরের ছেলেসহ কয়েকজনের বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রাকিব মীর এবাদতকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে এবাদত মুন্সি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করে। সেখানে এবাদতের অবস্থার অবনতি হলে তাকে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘ছেলেটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Discussion about this post