টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে রাতভর গোলাগুলি হয়েছে। গোলার বিকট শব্দে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠেছে টেকনাফ। রবিবার দিবাগত রাত ১১টার পর থেকে সারা রাত থেমে থেমে গুলির শব্দ শুনতে পেয়েছেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এ ইউনিয়নের হাজারো মানুষ। জানা গেছে, রাত এগারোটার দিকে শুরু হয় গোলাগুলি। টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সারারাত গোলার বিকট শব্দ পাওয়া গেছে। এছাড়া ধোঁয়াও দেখা গেছে। তুলাতলী খারাইংগাঘোনার স্থানীয়রা বলেন, সারারাত ঘুমাতে পারিনি। খুবই আতঙ্কে আছি, এখনো কিছুক্ষণ পরপর বিকট শব্দ শোনা যাচ্ছে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলার আওয়াজে এপারের বাসিন্দাদের দিন কাটাচ্ছে আতঙ্কে। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে গোলাগুলি হয়েছে। দেশটির বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে জান্তা সরকারের সেনাবাহিনী। এ কারণে দেশটি থেকে ছোড়া মর্টার শেল বেশ কয়েকবার বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে। এ নিয়ে বেশ কয়েকবার মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
Discussion about this post