স্টাফ রিপোর্টার: অভিনয় দিয়ে এপার-ওপার দুই বাংলায়ই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার পাশাপাশি কলকাতার একক ছবিতেও তিনি অভিনয় করেছেন। ফের একবার নায়িকা চুক্তিবদ্ধ হয়েছেন ওপার বাংলার ছবিতে অভিনয়ের জন্য। ছবির নাম ‘রকস্টার’। রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবিটি নির্মাণ করবেন অংশুমান প্রত্যূষ। প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল। এখানে নুসরাত ফারিয়ার বিপরীতে নায়ক ওপার বাংলার অন্যতম সুদর্শন অভিনেতা যশ দাশগুপ্ত। এই প্রথম এক ছবিতে তারা। নির্মাতা সূত্রে খবর, আগামী ৩ মার্চ পর্যন্ত ভারতের বিভিন্ন লোকেশনে ‘রকস্টার’-এর শুটিং হবে। নতুন এই ছবি নিয়ে আশাবাদী নুসরাত ফারিয়া। অভিনেত্রী বলেন, ‘মজার একটি স্টোরি আছে ছবিতে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করবেন বলে বিশ্বাস।’ এর আগে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে কলকাতার ‘বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। সেটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত। সেখানে ফারিয়ার নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা। ২০১৫ সালে এই নায়কের বিপরীতেই চলচ্চিত্রে অভিষেক করেন ফারিয়া। ছবির নাম ছিল ‘আশিকী’। সেটি নির্মিত হয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়। পরবর্তীতে আরও ছয়টি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেন জনপ্রিয় এই মডেল ও উপস্থাপক।
Discussion about this post