ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পি আর সিস্টেমে নির্বাচন হলে নির্বাচনে কালো টাকার প্রভাব থাকবে না।’ সেইসঙ্গে আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে সংসদে দলের আসন বণ্টনের কথাও জানিয়েছেন তিনি।। শনিবার (৩ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বর্তমান নারীবিষয়ক সংস্কার কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, এই সংস্কার কমিটির প্রস্তাব বাস্তবায়ন হলে কোরআন পরিবর্তন হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের জন্য কল্যাণকর রাষ্ট্র গড়তে জামায়াত ইসলাম কাজ করবে। সেইসঙ্গে পরিবর্তনের জন্য জামাতের দায়বদ্ধতা অনেক বেশি বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
Discussion about this post