ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে চুয়াডাঙ্গা হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন হাউলী ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্র্রেপ্তারকৃতরা হলেন- মো.ইকরামুল হাসান (৩৭) এবং মো. মুন্না (২৪)। তারা দুজনই ঝিনাইদহের হরিণাকুন্ডু বাসিন্দা। বুধবার ঝিনাইদহ র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানায়। র্যাব-৬ সূত্রে জানা যায়, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি সকাল সাড়ে ৬টার দিকে দামুড়হুদা থানাধীন হাউলী ইউপি এলাকায় অভিযান চালায়। এসময় মো.ইকরামুল হাসান এবং মো. মুন্নাকে আটক করে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post