রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামে বাসিন্দা। ডিবির ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। টুটুলের বিরুদ্ধে দুইটি মামলা চলছে।
Discussion about this post