স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখান ইছাপুর এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মোছাঃ জুবাইদা আক্তার (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতে দাদা মোঃ বাবুল শেখ জানান,আমার সবাই সিরাজদিখান ইছাপুর এলাকায় মেয়ে বাড়িতে বেড়াতে গিয়ে রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আমার নাতনিকে ধাক্কা দেয়। এতে আমার নাতনি গুরুতর আহত হয়, পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানা এলাকার মোঃ জামাল শেখের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post