বিশেষ প্রতিবেদন: নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় ফুটপাতে বসা নিয়ে বিরোধের জেরে ইমন (৫০) নামে এক হকার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শহরের উকিলপাড়া মোড়ে একটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ফুটপাতে ফুল বিক্রি করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি দোকান সাজাতে গেলে অপর এক স্থানীয় হকারের সঙ্গে বসার জায়গা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই হকার ইমনকে ঘুষি মারেন। এতে ইমন অজ্ঞান হয়ে পড়েন। পরে অভিযুক্ত ব্যক্তি নিজেই ইমনকে হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফুটপাতে ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই হকারদের মধ্যে উত্তেজনা চলছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
Discussion about this post