ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্তর থেকে মিছিল বের করেছে মুসল্লিরা। ইমাম নামাজের সালাম ফেরানো শেষ করতেই একদল মুসল্লি পতাকা উঁচিয়ে বলে ওঠে, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর। ’ খেলাফত মজলিসের আজ কর্মসূচি রয়েছে এই মসজিদের উত্তর গেটে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলও বের হয়। এই কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নামাজ শেষে আরও বেশ কয়কটি ইসলামী সংগঠন মানববন্ধন ও মিছিল করছে।
Discussion about this post