গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে মানববন্ধন করেছে আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণের সভাপতি মাওঃ মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাইম আহমদের পরিচালনায় মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাঃ খলিলুর রহমান। এসময় বক্তব্য রাখেন; মাওঃ বুরহান উদ্দিন, শাহনুর আহমদ, মাওঃ আফজাল হোসাইন, হাঃ ফজল আহমদ রেজওয়ান, মাওঃ এমাদ উদ্দিন, তরুণ সমাজসেবক ও সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, মাওঃ আবু সালেহ উসমান, তরুণ সমাজকর্মী শহিদুর রহমান রাজু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাও. ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, অর্থ সম্পাদক ফারহান আহমদ, সমাজ সেবা সম্পাদক জাহেদুল হক এমাদ প্রমুখ ।
Discussion about this post