বিনোদন ডেস্ক: বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’। এটি কলকাতার সিনেমা। তাই দেশের দর্শকরা আপাতত এটি দেখতে পাবেন না। জানা গেছে, অতনু ঘোষ পরিচালিত ফারিণ অভিনীত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রটি আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এরইমধ্যে ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে। চার প্রবাসী বাঙালির রহস্যময় জীবনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এখানে প্রতীক্ষা নামের একজন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রতীক্ষা নামের এক তরুণীর ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে সে নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। শেষ পর্যন্ত কী হয় সেটা প্রেক্ষাগৃহে দেখতে হবে।’ এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরো অভিনয় করছেন ওপার বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসুসহ অনেকে।
Discussion about this post