ঢাকা: জুলাই-আগস্টে গণ- অভ্যত্থানের সময় দেশের কারাগার থেকে পালিয়ে যাওয়া ২২ শতাধিক আসামির মধ্যে এখনো পলাতক ৭০০ আসমী। তাদের মধ্যে ৭০ জন দন্ডপ্রাপ্ত আসামী রয়েছে। দেশের বিভিন্ন যায়গা থেকে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, আদালতের নির্দেশে এখন পর্যন্ত কারাগার থেকে আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৩ মাসে কারাগারের স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে উদ্যোগ নেওয়া এবং কারাগারের অভ্যান্তরে নিরাপত্তা জোরদার করা সহ সৎ ও যোগ্যতার ভিত্তিতে কারারক্ষীদের পদায়ন করা হয়েছে। গত ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর ব্যাপারে তিনি বলেন, কারাগারে হামলা ও বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারটির জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post