নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে প্রকাশ্য দিবালোকে আলমগীর হোসেন (৩৪)কে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক (৪৬) ও আব্দুল আলী (৬০)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। শুক্রবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয় গত ২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আলমগীর হোসেনের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ভিডিও চিত্র মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ গ্রেফতারকৃত আসামিরাসহ আরো ৩০-৩৫ জন নিহত আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয় ও ধারালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় পুলিশ আলমগীরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তানেরর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Discussion about this post