নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে স্বামী নুরুল ইসলাম (৩০) চারদিন পর মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড পাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে তিনি মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই মাহবুবুর রহমান। একই ঘটনায় দগ্ধ স্ত্রী আর্জিনা বেগম (২০) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা স্বামী নুরুল ইসলাম ও স্ত্রী আর্জিনা বেগম দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হলে মঙ্গলবার রাত ৩টায় স্বামী নুরুল ইসলাম মারা যান।
Discussion about this post