বিনোদন ডেস্ক: সাহসিকতার সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী হুমা কুরেশী। ফটোশুটের মাধ্যমে এই সাহসিকতা দেখালেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। হুমা কুরেশী দিন দিন আরও সাহসী হয়ে উঠছেন। প্রায়ই তার সিজলিং অবতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হুমার। অভিনেত্রী হুমা কুরেশি যখনই পর্দায় আসেন, মানুষ তাকে দেখতে থাকে। ফেরাতে পারেনা চোখ। কারণ, তিনি তার প্রতিটি চরিত্রে নিজেকে সম্পূর্ণরূপে মূর্ত করেছেন। চলচ্চিত্র ছাড়াও তিনি তার চেহারার কারণেও শিরোনাম হতে শুরু করেছেন। হুমার ভক্তরাও তার স্টাইলিশ লুকের জন্য পাগল। হুমা জানান, ‘আমি গ্ল্যামার ভালোবাসি। লালগালিচার জন্য তৈরি হতে পছন্দ করি। আপনি যত সুন্দরই হোন না কেন, যথেষ্ট নয়। সব সময়ই আপনার চেয়ে সুন্দর কেউ এসে আপনার জায়গা কেড়ে নেবে। কেননা, সৌন্দর্যের ধারণাটাই এমন। খুব বেশিক্ষণ থাকে না। নতুন সৌন্দর্যকে বরণ করে নেবার জন্য দর্শক উন্মুখ হয়ে থাকে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই এই অভিনেত্রী নতুন রুপে ফিরে আসছেন। সম্প্রতি তিনি তার সর্বশেষ ফটোশুটের একটি ঝলক শেয়ার করেছেন। যেখানে তাকে খুব সাহসী দেখাচ্ছে। ছবিতে হুমাকে দেখা যায়, ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা এবং ডিপনেক ব্লাউজ পরে আছেন এই অভিনেত্রী। যেখানে তার হালকা মেকআপও রয়েছে। এর সঙ্গে রুপার নেকপিস ও কানের দুল পরিয়েছেন হুমা। ক্যামেরার সামনে দিয়েছেন একাধিক পোজ। হুমার এই ছবিতে তাকে বেশ আবেদনময়ী লাগছে। ফলে ভক্তরাও তার প্রশংসা করতে যেন ক্লান্ত নন। বর্তমানে হুমার হাতে অনেকগুলি চলচ্চিত্র রয়েছে। শীঘ্রই তাকে ‘মনিকা, ও মাই ডার্লিং’, ‘ডাবল এক্সএল’, ‘তারলা’ এবং ‘পূজা মেরি জান’ শিরোনামের ছবিতে দেখা যাবে। পকেটে মাত্র এক হাজার টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন হুমা। নিজের কাজ দিয়ে এখন তিনি ২৫ কোটি টাকার মালিক।
www.instagram.com/iamhumaq/?utm_source=ig_embed&ig_rid=66f15a5b-5e16-4356-bc93-2a6996b3a15a
https://www.instagram.com/iamhumaq/?utm_source=ig_embed&ig_rid=e15c65ed-c967-451d-970d-1186998bc02e
Discussion about this post