স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল ফকিরাপুল তাজমহল আবাসিক হোটেলের দোতলার দুই নম্বর রুম থেকে মোঃ নাজমুল হক (৪৭)নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার পুলিশের (উপ-পরিদর্শক) সোহাগ চৌধুরী জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের ফকিরাপুলে আবাসিক হোটেল তাজমহলের দোতলার দুই নম্বর রুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমরা হোটেল থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি গত ১১ তারিখে ওই হোটেলে ব্যবসার কাজে ওঠেন তিনি। পরে আজ আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি, আমাদের ধারণা স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান, নিহতে গ্রামেবাড়ি, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা কুতুবপুর গ্রামের হযরত আলীর সন্তান। নিহত পেশায় ঝুট কাপড় ব্যবসায়ী বলে জানতে পেরেছি।
Discussion about this post