আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে হামলার জেরে কারফিউ জারি করেছে দেশটির পুলিশ। হামলার সময় প্রেসিডেন্ট বাসায় ছিলেন কি না তা স্পষ্ট নয়। শুক্রবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা। গতকাল বৃহস্পতিবার রাতে কলম্বোর মিরিহানা জেলায় প্রেসিডেন্ট রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের সামনে থাকা ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগ করা উচিত। এসময় বিক্ষোভকারীরা ‘ঘরে ফিরে যাও গোটা!’ এবং ‘গোটা একজন স্বৈরশাসক’ বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গরম পানি ছুঁড়ে। এক বিবৃতিতে শ্রীলঙ্কার পুলিশের মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে বলেছেন,‘পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত’ কলম্বোর বেশিরভাগ জেলায় কারফিউ চলবে। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত ৪৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশের অভিযোগ, বহু বিক্ষোভকারীকে লাঠি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তারা বাকি বিক্ষোভকারীদেরকে প্রেসিডেন্টের বাসভবনে হামলার জন্য উত্তেজিত করছিল। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা দেশে ‘বিশৃঙ্খলা তৈরির’ চেষ্টা করছে। সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
Discussion about this post