বাংলাস
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় সাইফুল কাজী (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী তালাক দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। এর আগে সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল কাজী ওই এলাকার সিরাজ কাজীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল নামে ওই যুবক দেড় বছর আগে দাঁড়াইসকাটি এলাকার লামিয়া নামে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যাওয়ার পরে স্ত্রীর সাথে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরপর থেকেই লামিয়া অধিকাংশ সময় তার বাবার বাড়িতেই অবস্থা করতেন। গতকাল লামিয়া সাইফুলকে তালাক পাঠায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাইফুল। পরে তিনি বৃহস্পতিবার ভোরে একটি গাছের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে ডামুড্যা থানা-পুলিশের উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র বলেন, স্ত্রী তালাক দেওয়ার ওই যুবক বিষয়টি মেনে নিতে পারেনি। তিনি হতাশা থেকে ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ব্যাপারে তদন্ত চলছে। জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Discussion about this post