যশোর প্রতিনিধি: প্রেমের টানে বাংলাদেশে আসা ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠিয়েছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে। বাংলাদেশে আসা ওই কিশোরীর বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগণার বনগাঁ উপজেলার পেট্রাপোল গ্রামে। যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের নূরউদ্দীনের ছেলে শাকিব উদ্দীনের সঙ্গে প্রেমের সম্পর্কে বাংলাদেশে এসে তাকে বিয়ে করে। জানা যায়, ১৬ বছর বয়সী ওই কিশোরী পাঁচ মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে এসে এক ছেলেকে বিয়ে করে সংসার করছিল। তবে কিশোরীর বাবা পুলিশে অভিযোগ করেন, তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশে ফুঁসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে মামলা হলে আদালতের রায়ে কিশোরীকে উদ্ধার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
Discussion about this post