ঢাকা: রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দির এলাকায় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ইবনে সিনা সজল (২৩) নামে এক যুবক আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজলের খালাতো ভাই সাদমান হোসেন বলেন, ‘সজল গুলশানে একটি অ্যাড এজেন্সিতে চাকরি করে। আজ বিকেলের দিকে সে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতারে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি বলেন, ‘সজলের এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সজল বাড্ডা থানার বৌদ্ধ মন্দিরের পাশে হাজী সেলিম উদ্দিন লেনের খ/২০০/ সি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতো।’ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।’
Discussion about this post