ঢাকা : প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় দেশজুড়ে এ পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এর মধ্য দিয়ে ১৩ বছর পর আবারও সরকারি মেধা বৃত্তির জন্য পরীক্ষায় বসেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। দুই ঘণ্টার পরীক্ষায় শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরে মূল্যায়ন করা হবে। বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে। সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষা হয় ২০১৯ সালে। ওই ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post