ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারে লেগুনার ধাক্কাকে কেন্দ্র করে মো. সবুজ (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ের ইউটিএস ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সবুজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তার বাবার নাম রতন আলী খান। জানা যায়, সবুজ আনন্দ লেগুনার চালক ছিলেন। রাতে ইউটিএস ভবনের সামনের রাস্তায় লেগুনার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্লাস ভেঙে যায়। পরে প্রাইভেটকারে থাকা চার-পাঁচ জন লোক সবুজকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সবুজ মাটিতে লুটিয়ে পড়লে প্রাইভেটকার নিয়ে তারা পালিয়ে যান। এরপর সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রাতে লেগুনাচালক গ্যাস নিয়ে ফিরেছিলেন। এ সময় লেগুনার ধাক্কায় প্রাইভেটকারের লুকিং গ্লাস ভেঙে যায়। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের কিল-ঘুষিতে লেগুনাচালক আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে পেরেছি, দুই-তিন মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Discussion about this post