পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযুক্ত শাকিল আহমেদ চাটমোহর থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং ৩ সন্তানের বাবা।থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। তখন থেকে এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরে দুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন দুজন।সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে থানার পেছনে চৌধুরীপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন। সেখানে নিয়মিত শাকিল আহমেদের যাতায়াত ছিল। গত মঙ্গলবার কুষ্টিয়ার একটি আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও আজ শুক্রবার পর্যন্ত ফেরেননি তিনি।এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুত্রবধূকে না পেয়ে এবং এএসআই শাকিলের সঙ্গে পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাসুরা দুই সন্তানের জননী।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিলের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Discussion about this post