ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি: প্রবাসী স্বামীর ৮ বছরের সঞ্চয়কৃত ২৫ লাখ টাকা ও স্বর্ণলংকার নিয়ে প্রেমিকার হাত ধরে শান্তনা (২৮) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শান্তনা উপজেলার গৌরিপুর ইউনিয়নের পূর্ব গজারিকুড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। শান্তনা ২ সন্তানের জননী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মিজানুর রহমানের বড় ভাই বকুল মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১১ বছর পুর্বে মিজান বিয়ে করেন পার্শ্ববর্তী বাঐবাধা গ্রামের আব্দস ছামাদের মেয়ে শান্তনাকে। বিয়ের পর ২ সন্তানের জনক হন মিজানুর রহমান। গত ৮ বছব পূর্বে ২ বছর বয়সী মেয়ে মিতানুর ও ৬ মাস বয়সের ছেলে সম্রাট রেখে মালয়েশিয়ায় যান মিজানুর রহমান। গত ৮ বছরের সঞ্চয়কৃত টাকা তার স্ত্রীকে দেন। অপরদিকে স্বামী বিদেশ থাকাবস্থায় মিজানুর রহমানের মামাতো ভাই মোজাহিদুল ইসলামের সঙ্গে শান্তনার পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে গ্রামে দেনদরবার ও হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। মিজানুর রহমান বাড়িতে পৌঁছার খবর পেয়ে শান্তনা শনিবার সন্ধ্যায় মোজাহিদুল ইসলামের হাত ধরে গা ঢাকা দেয়। মিজানুর রহমান বাড়ি এসে দেখতে পান তার স্ত্রী বাড়িতে নেই। বহু খুঁজাখুঁজি করেও না পেয়ে মিজানুর রহমানের বড় ভাই বকুল মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোজাহিদুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। শান্তনার মা বেদনা বেগম এ বিষয়ে কিছু জানেন না বলে জানান । ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post