ঢাকা: প্রবাসী শ্রমিকদের নিয়ে মুখে অনেক বাহবা দিলেও, তাদের জীবনমান নিয়ে কোনো কাজ করা হয় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা জানান। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, প্রয়োজনে আইন ও নীতিমালার পরিবর্তন করে প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করার কথা বলেন তিনি। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে যেন কাজ করে এই আশা ব্যক্ত করেন তিনি।





















































Discussion about this post