ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ভিডিও বার্তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, ভিডিওটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্বাচন ও প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে আমাদের সীমাবদ্ধতা ও রিসোর্সের বিষয়টিও মাথায় রাখতে হয়। কারো জীবনের ঝুঁকি কতটুকু, তা বিশেষ শাখা (এসবি) দিয়ে যাচাই করার পর প্রয়োজন অনুযায়ী গানম্যান বা নিরাপত্তা দেওয়া হচ্ছে।”তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ইতোমধ্যেই বাড়ানো হয়েছে। তবে দেশের সম্পদ ও পুলিশ সদস্যের সংখ্যার সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং মাস্তানি-সন্ত্রাস রোধ করা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি)। তাই সবকিছু ভারসাম্য বজায় রেখে আমরা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।”






















































Discussion about this post