জয়পুরহাট জেলা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বর্তমান সরকারের সকল উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে’। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে ইনশাল্লাহ। জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে জেলার উন্নয়ন সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবির উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, কালাই উপজেলা পরিষদের মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের মোস্তাকিম মণ্ডল প্রমুখ।























































Discussion about this post