মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার মির্জাপুরের মহেড়াস্থ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ৫২ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে এসে প্রশিক্ষণার্থী নবীন পুলিশদের উদ্দেশে তিনি একথা বলেছেন। এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পিটিসি’র পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী উপস্থিত ছিলেন। সকাল ১০টায় পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান পৌঁছালে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম তাঁকে স্বাগত জানান। এসময় অতিরিক্ত আইজি জীপে চড়ে প্রশিক্ষণার্থীদের প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিন প্রশিক্ষণার্থীর মধ্যে ক্রেস্ট প্রদান করেন তিনি। ৫২ তম টিআরসি ব্যাচে ৯৪০ জন নবীন পুলিশ সদস্য ৬ মাসের প্রশিক্ষণ সমাপ্ত করেন। প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশের প্রয়োজন এতে পুলিশের কী ধরনের পদক্ষেপ আছে প্রশ্ন করা হলে অতিরিক্ত আইজি কামরুর আহসান সাংবাদিকদের জানান, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। কনস্টেবলদের সাত ধাপ পার হয়ে নিজের যোগ্যতায় আসতে হয়। এতে আমরা মেধাবী জনবল পাচ্ছি। এছাড়া সময়ের সাথে খাপখাইয়ে অভ্যন্তরীন ও কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে বলে তিনি জানান।
Discussion about this post