ঢাকা: সৌদি বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্যের জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি শুক্রবার সন্ধ্যায় ঢাকা এসেছেন। তার সফরকালে তিনি বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এ যোগ দেবেন। এছাড়া বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয়, বাণিজ্যিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। সৌদি বাণিজ্যমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। বিমান ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন এবং শুক্রবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আয়োজিত নৈশভোজে যোগ দেন। শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। সৌদি বাণিজ্যমন্ত্রী ২০ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পঁয়ত্রিশ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও তার সঙ্গে রয়েছেন। এই সফর এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপক্ষীয় ও বাণিজ্য সম্পর্ককে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post