ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান কাতারের আমির। একান্ত বৈঠক শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন তারা। কাতারের আমির থানি দুদিনের সফরে ঢাকায় এসেছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
Discussion about this post