ঢাকা: প্রথম আলোর প্রতিবেদনে বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি আরও বলেন, আইনের নিজস্ব গতিতেই মামলা চলবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে মিথ্যা রিপোর্ট দিয়ে প্রথম আলো রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছে। শামসুজ্জামানের বিরুদ্ধে একাধিক ব্যক্তির করা মামলা নিজ গতিতে চলবে। এসময় স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করা সাংবাদিকতার নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
Discussion about this post