ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এই কমিশনকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রতিবেদন দাখিলের সময় দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যবিশিষ্ট এই কমিশন গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য হলো নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা করে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা। এর আগে কমিশনকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা ১৫ আগস্ট শেষ হতে যাচ্ছিল।উল্লেখ্য, ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।কমিশন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করে সুপারিশমালা প্রণয়নের কাজ করছে। মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত কমিশনকে তাদের কাজ শেষ করার জন্য আরও সময় দেবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post