স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপের মোট আটটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে— ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই, আর শ্রীলংকার কলম্বোর দুটি মাঠ ও ক্যান্ডির একটি মাঠ।ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। সূচি ঘোষণার আগে অংশগ্রহণকারী দেশগুলোর মতামত নেওয়া হচ্ছে।২০২৪ সালের ডিসেম্বরে ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি যে ‘নিরপেক্ষ ভেন্যু’ নীতি চালু করেছিল, সেটি এবারও বহাল থাকবে। ফলে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। যদি তারা ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ফাইনালও শ্রীলংকাতেই হবে।আগের আসরের মতো এবারও বিশ্বকাপ হবে ২০ দলের। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো অংশ নেবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল, আর শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল।আয়োজক ভারত ও শ্রীলংকার পাশাপাশি ইতোমধ্যে কোয়ালিফাই করেছে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ সাত দল— আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।র্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে, নেপাল, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।























































Discussion about this post